একই নামের সুযোগ নিয়ে বড়সড় ঋণ প্রতারণা, গ্রেফতার ৪
একই নামের সুযোগ কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেফতার ৪ প্রতারক। জানা গিয়েছে, মূলত প্যান কার্ডের তথ্য জাল করে চলতো প্রতারণা চক্র। মূল পান্ডা সহ চক্রের ৪জনকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, লেক টাউন এলাকার বাসিন্দা সৌরভ সিকদার লেক টাউন থানায় অভিযোগ করেন, তিনি জানতে পারেন তাঁর নামে তিনটি সংস্থার থেকে মোট ১৫ লক্ষ ২৫ হাজার ৮৫০ টাকার লোন নেওয়া হয়েছে। তবে সেই লোন তিনি নেননি। ঘটনার তদন্ত শুরু করে ওই প্রাইভেট লোন দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে এই ব্যক্তির নামে এই লোন নেওয়া হয়েছে তবে সেই টাকা পৌঁছেছে অন্য এক সৌরভ শিকদারের ব্যাংক একাউন্টে। একই নামের প্যান কার্ড ব্যবহার করে নেওয়া হয়েছে লোন।তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে সোনারপুর এলাকার বাসিন্দা অপর এক সৌরভ শিকদার এই প্রতারণার চক্রের সঙ্গে যুক্ত। একই নাম হওয়ার সুবাদে ওই ব্যক্তির প্যান নম্বর ব্যবহার করে লোন নেয় এই ব্যক্তি তবে সেই টাকা পৌঁছায় অন্য একাউন্টে। এরপরই গতকাল রাতে সোনারপুর এবং হাওড়া এলাকায় হানা দিয়ে মাস্টারমাইন্ড সৌরভ শিকদার সহ এই চক্রের ৪ জনকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। অভিযুক্তদের নাম সৌরভ সিকদার, অজিত দেবনাথ, গৌরব রায়, প্রণব মুখার্জি। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে সেই তদন্ত শুরু করেছে লেক টাউন থানার পুলিশ।